ধন্য ভারত জননী
![]()
ধন্য ভারত জননী
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- শূন্য শূন্যস্থান (দ্বিতীয় খন্ড)
——————————-+
হে অখন্ড ভারতবর্ষ তুমি আমার দেশ, সুখে শান্তিতে ভারতবাসী ছিলোতো বেশ।
কালের চক্রে চক্রান্তের অবশেষ, তোমারই অঙ্গ-প্রত্যঙ্গ হয়ে গেছে বিদেশ।
নানা জাতে নানান মতে আজ বিভাজিত কেস, বিভাজনেই সৃষ্টি হিংসা বিদ্বেষ।
মানসিকতায় আজ টুকরো টুকরো রেষ, দেশের গরিমার অভিমুখ শেষ।
অখন্ড ভারতবর্ষে আপামরের এক বানী, পরিচয়ে একটিই ছিলো চুনি-পান্নার মতো ধ্বনি।
কর্মে আলাদা হয়েও মানব ধর্মে সবাই ছিলো চিরন্তনী, সবাইয়ের পরিচয় এক- সবাই সনাতনী।
এক সুতোয় গাঁথা মালার মতো বন্ধনী, সারাদিন সবার কর্মে বাজতো রিনিঝিনি।
বাড়িয়েছে পাণি সবাইকে আপন করেছে সনাতনী, ধর্মে কর্মে ইতিহাসে তুলেনি তর্জনী।
বিদেশিদের ঠাঁই দিয়ে দেখিয়েছে খনি, ওরাই স্বার্থের তরে করেছে হানাহানি খুনোখুনি।
ওরা উপকার ভুলে শিকড় নিয়ে করে টানাটানি, চোখে পড়েছে ছানি জাগিয়েছে শয়তানী।
সনাতনীর চোখে পানি মান-সম্মান হয় ছিনিমিনি তবু অর্থনীতি তাঁদের ওদের বেচি কিনি।
চাইনা হানাহানি বন্ধ হোক কানাকানি, মৌলিক অধিকারের জোরে ভারতে সবাই দেখাই ফুটানি।
ভারত মাতা তুমি আজ হয়ো না অভিমানী, তোমার ঋণে আমরা ঋণী আমরা নয় সুযোগ সন্ধানী।
ভারতবর্ষ রয়েছে ভারতে খারিজ করেছে মামলা মানহানি, আজ অভিমানী হয়েও অতি সম্মানি।
ভারতবর্ষের খন্ড খন্ড চিত্র হোক প্রদর্শনী, প্রণমী মা গো ভারত রানী তুমিই আত্মজ্ঞানী।
ভারতবাসী মোরা- তোমার তরণীতে ভেসে ভেসে দেখি সারা ধরনী, ধন্য রানী ধন্য ভারত জননী।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)