নবমী নিশি
324 total views
নবমী নিশি
নবমী নিশি গেল যে চলি
দশমী তিথি এল বড় তাড়াতাড়ি
বিষাদ ভরা এ বিদায় বেলা
অশ্রু জলে দু’চোখ ভরা।
বছর ভরে রব মা চেয়ে
কবে আবার আসিবে ফিরে
নতুন বছর নতুন আশা
জগতে রবে শুধু ভালোবাসা।
ঘুচবে দুঃখ ঘুচবে ক্লেশ
থাকবে না মানুষে মানুষে বিদ্বেষ
ঘোর তমসার হবে অবসান
মানুষ গাইবে নতুন দিনের গান।
Subscribe
Login
0 Comments