না হলে, চলে যাওয়াই ভালো
কিছু এসে যায় না,
তুমি না বললেও না,
তুমি’তো আর জানলে না,
আমার সবই, উদ্দ্যেশ্যে ভরা।
একা, একা চলব কি করে?
কার কথা, আমি বলব?
জানব’তো কত অজানারে,
না হলে, চলে যাওয়াই ভালো।
Subscribe
Login
0 Comments
Oldest