নিঃশব্দ প্রেম কবি রহমত উল্লাহ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিঃশব্দে তুমি আমার কাছে আসো,
‎মনে বসাও এক মিষ্টি হাসো।
‎তোমার চোখে হারায় আমি সারাদিন,
‎তুমি ছাড়া কিছুই যেন হয় না সঠিক।

‎শব্দহীন প্রেমের ভাষা তুমি জানো,
‎চুপ করে কাছে এসে সুধায় মাখাও।
‎তোমার ছোঁয়া যেন স্নিগ্ধ বাতাস,
‎তোমার প্রেমে দিন কাটে আমার সুখের আশ্বাস।

‎তুমি আছো পাশে, আমি অজান্তে,
‎তোমার প্রেমে মন ভরে যায় অনুরাগে।
‎নিঃশব্দে ভালোবাসা আমার জীবনে,
‎তোমার সঙ্গে স্বপ্নের রঙ সাজে।

0

Publication author

0
রহমত উল্লাহ একজন লেখক ও সাংবাদিক। তাঁর বাবা একজন কবি ও লেখক ছিলেন এবং পত্রিকা প্রকাশ করতেন, যা থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করতে তিনি ভালোবাসেন।
Comments: 0Publics: 10Registration: 04-09-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।