নিঃশব্দ প্রেম কবি রহমত উল্লাহ
নিঃশব্দে তুমি আমার কাছে আসো,
মনে বসাও এক মিষ্টি হাসো।
তোমার চোখে হারায় আমি সারাদিন,
তুমি ছাড়া কিছুই যেন হয় না সঠিক।
শব্দহীন প্রেমের ভাষা তুমি জানো,
চুপ করে কাছে এসে সুধায় মাখাও।
তোমার ছোঁয়া যেন স্নিগ্ধ বাতাস,
তোমার প্রেমে দিন কাটে আমার সুখের আশ্বাস।
তুমি আছো পাশে, আমি অজান্তে,
তোমার প্রেমে মন ভরে যায় অনুরাগে।
নিঃশব্দে ভালোবাসা আমার জীবনে,
তোমার সঙ্গে স্বপ্নের রঙ সাজে।
Subscribe
Login
0 Comments
Oldest