নিঝুম রাতের তারা
![]()
আকাশে নিঝুম তারা জ্বলছে যখন
আমি থেমে, পৃথিবীর চেনা মুখে-
অজস্র নক্ষত্রের সমাবেশে একটি তারা
তখনও জ্বলছে মিটমিট করে।
যেই প্রেম-সেই নাম
নতুনেরা আসিয়াছে পুরানো হয়ে;
আমি জাগি – সে ও জাগে
জানিয়াছি আমি এক নিশ্চয়তা
পলকে পলকে আমাদের পিছুটানে,
বাহিরের আকাশ নীল
মৃত চাঁদ জেগে ওঠে
লাল পাহাড়ের গা ঘেঁষে।
এখানে নির্জনে
জীবন হইতেছে ক্ষয়
তবুও হৃদয় বেঁচে থাকে
নিঝুম রাতের তারা হয়ে।
পৃথিবীর নেই আর হুঁশ
আমরা সবাই বেহুঁশ;
পড়িতেছে রাত্রের শিশির
নির্মল ঘাসের ডগার উপর-
মৃত্যুর ব্যথা চোখে ধারণ করে
নিঝুম রাতের তারাটি জ্বলে।
ফুলের খেতের গন্ধে
ভরেছে মন ইশারায়;
অলস রাত্রির বিষন্ন সময়ে
নিঝুম রাতের তারাটি নিভে যায়।
১৮/০৭/২১
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)