নিমন্ত্রণ-আমন্ত্রণ
![]()
নিমন্ত্রণ-আমন্ত্রণ
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- শূন্যর শূন্যস্থান (প্রথম খন্ড)
“এসো, আজ মানসিকতা পাল্টাই।
বসো, সুস্থ থাকার কৌশল শুনাই।।
দাঁড়াও, মেরুদণ্ডটি সোজা করাই।
দৌড়াও, লক্ষ্যে থেকো অবিচল- পৌঁছবই।।
খেলা করো, প্রতিযোগী মোরা, জিতবই।
ভালো ভাবে, হবে খেলা, খেলা হবেই।।
লড়ছি মোরা, আগামীর আশা বাঁচাতেই।
ঐক্যের আহ্বান, ভালোর তরে সংগ্রাম সবেতেই”।।
“সৃষ্টির দৃষ্টিতে সবই ভালো,
ভালোর মধ্যে ভালো, মোরা আরও ভালো খুঁজি।
গুরুত্বপূর্ণের মাঝে,
অতি গুরুত্বপূর্ণটি খোঁজাই হবে সিদ্ধান্ত, সতত বোঝাই ও বুঝি।।
জীবন তরী ডোবার আগে,
আমাদেরই নতুনকে সংস্কার ও চেতনার শিক্ষা দিতে যুঝি।।
প্রকৃতির সকাল-দুপুর-সন্ধ্যা-রাত্রিকে,
সুন্দর রাখতে মিলেমিশে সেবার কাজটিকে পূজি।।
যদি নিমন্ত্রণ আমন্ত্রণে ভুলি- ক্ষমিও,
তবু এই মহাযজ্ঞে নিজে থেকেই এসো আজি।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)