নীরব দেশের মানুষ
নীরব দেশের মানুষ
আমরা নীরব দেশের মানুষ
কিছু করার নাই,
দেখে না দেখার ভান করে যাই।
রাজার বিরুদ্ধে কথা বলা যাবে না
যদি মুখ খুলি ,
আমার বুকে মারবে যে বন্দুকের গুলি। চুপচাপ করে থাকা চাই
কিছু করার নাই।
যেই মেয়েটি স্কুল থেকে রাতে বাড়িফেরেনি
পরের দিন তাকে পাওয়া গেছে এক জঙ্গলে।
তার পরনে সাদা বস্ত্র লাল রঙের হয়ে গেছে,
তাকে কিছু রক্তচোষা শয়তান মেরে ফেলেছে।
এই প্রতিবাদ করবে কে ?
নিজের লোক ছাড়া আর কে!
একদিন দুদিন থাকবে, আর নাই পাশে। কি আর করবে
আমরা নিরব দেশের মানুষ।
যেই ছেলেটা সবার হয়ে করলো প্রতিবাদ সে যেন কোথায় হারিয়ে গেল
নীরব প্রতিবাদ।
সবার মুখে একটি সুর ,
কেন করে ছিল রাজার বিরুদ্ধে প্রতিবাদ। এইভাবে হারিয়ে যাচ্ছে প্রতিবাদী মানুষ আজ শিক্ষিত হয়েও বোবা হলো মানুষ।
আমরা মুখে বলি একই মায়ের সন্তান মোরা একই দেশের মানুষ,
আজ কেন হলাম নিরব দেশের মানুষ?