নীল ডায়েরির কবিতা-১৯
164 total views
যদি কখনো বলতে পারি কথা
তবুও ক্ষমা করতে পারো না তাহা
সহিষ্ণু সভ্যতার হাত ধরে বেড়ে ওঠা
বলতে কি পারিনা কিছু তাহা।
কোনো সতর্কতা রুখতে পারেনা তাহা
কেবলমাত্র বেঁচে থাকিবার ভয়
ক্ষুব্ধ জনতার মুখের ভাষা কাড়ে
নীল গেলাসের মদ পান করে।
কারা যেন চলে গেল বহুদূরে
নীল গোলাপের কাঁটা ছড়িয়ে ছিটিয়ে,
তারপর রাত্রি নামে প্রান্তরের বুকে
নির্জন সন্ধ্যা তারাকে সাক্ষী রেখে।
Subscribe
Login
0 Comments