নীল ডায়েরির কবিতা ৫
172 total views
যদি ভুলে যেতে চাই তাঁরে
ব্যথা পাবো না তবুও কিছু…
নির্ভয়ে নিদারুণ অভিমানে ঝরে যাবো
আজ নিশিতে নিভৃতে।
যদি ঝরে যায় আকাশের তারা’গুলো
কিঞ্চিৎ পরিমাণ অপমানের আদলে
নাগালে পাবো না অন্য কিছু…
হাত বাড়িয়ে ডাকিবো তাঁরে
লক্ষ হৃদয় ভেদ করে।
দেখিবো তাঁরে আলেয়ার আলো দিয়ে
বৃথা হবে সকল ভালোবাসা
সদর্পে অতি সাবধানে।
Subscribe
Login
0 Comments