নেমন্তন্ন
184 total views
আকাশ যদি ভেজে চোখের তারায়
নীল মেঘের আড়ালে
মনের ঘরে দুঃখ জমেছে
ব্যথা পাওয়ার মতো করে।
আমি হাত বাড়িয়ে পেতে চেয়েছি
তোমার দেশের অন্নগুলো ;
নেমন্তন্ন দিয়েছো কি ?
হলুদ খামের জীর্ণ পাতায়
নাকি অভাবের তাড়নায়
কলমের কালি শেষ হয়েছে
ভাগ্যের চাকায়।
নেমন্তন্ন
এইমাত্র নেমতন্ন পেলাম আমি
পিয়নের চিঠি হাতে তুলে
চাতক পাখি ঘর ছেড়েছে
ব্যর্থ প্রেমের কাছে।
Subscribe
Login
0 Comments