পরজীবী
কখনও কখনও মাথার পোকারা সত্যিই নড়ে ওঠে,
পরজীবীর মতো একঘেয়েমি জীবনে,
একটু বাতাস আসে;
খুব আনন্দ পাই, কেন তা জানিনা;
তবে সত্যিই খুব আনন্দ পাই ।
যা ভালো লাগে; তাই করি, তাই ভাঙি;
একটা চাপা উত্তেজনা, চাপা বাহবা;
বেশ লাগে; তাই করি।
আমি মানুষ নইতো, আমি পরজীবী ।
Subscribe
Login
0 Comments
Oldest