পাগলী তোমায়
160 total views
পাগলী তোমায় রাগিয়ে দিয়ে রাগ ভাঙাব
পাগলী তোমার নরম নরম শব্দ মালায়
পাগলী তোমার লাল গোলাপে
পাগলী তোমার মন খারাপে একপশলা বৃষ্টি হব
পাগলী তোমায় চমকে দিয়ে নিজেই একটা গোলাপ হব
পাগলী তোমায় বিষন্নতার সন্ধ্যা বেলায় ;ঘুম জড়ানো উপন্যাসে দু’চোখ ভরা আলো হব
পাগলী তোমায় রোদ কি দুপুর বিকেল কি রাত
অনডিউটি পুলিশ হব
পাগলী তোমায় লেকটাউনে সাজান এক বিকেল দেব
পাগলী তোমায় বিষ্ণুপুরের বনলতায়
রুপোলি রং জ্যোৎস্না মাখা চাঁদ দেখাব
পাগলী তোমার জন্য অফিস থেকে ছুটি নেব গোটা মাসের
মেঘ আকাশে সন্ধ্যা বেলায় আচমকা এক চামচিকিকে তোমার ছাদে উড়িয়ে দেব
পাগলী তোমার সঙ্গে একশো বছর রাত কাটাব
পাগলী তোমার সঙ্গে একশো বছর থালা বাটি
পাগলী তোমার সঙ্গে লক্ষ বিকেল কাপ গেলাসে
একশো দুপুর রান্না ঘরে খেলব আমরা রং মশলা
হাজার রকম কথা কেটে অভিমানকে বিকিয়ে দেব সস্তা দামে
হঠাৎ করে লোডশেডিং এ মোমবাতিতে উঠব জ্বলে
পাগলী তোমার মুখের সুসংবাদে খবর কাগজ ফিরিয়ে দেব
পাগলী তোমায় নিয়ে প্রেম কাহিনী উপন্যাসে
পাগলী তোমায় নিয়ে তাজমহলের ইতিহাসে
পাগলী তোমার মত পাগলী নিয়ে বিশ্বজোড়া পুরুষ বাঁচে ।।