পুরুষেরা কখনো কাঁদে না

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পুরুষেরা কখনো কাঁদে না
আর যখন কাঁদে সমুদ্রে ঝড় উঠে
ভূমির থরথরানিতে মরুভূমিতে ধুলোবৃষ্টি হয়
পর্বতশৃঙ্গ নতজানু হ’য়ে জড়িয়ে ধরে।

আকাশে ঘনঘন বর্ষণ হয়, বিদ্যুৎ চমকায় —
মুশলধারা বৃষ্টির সৃষ্টি হ’য়ে প্লাবিত হয় ধরা।
পাহাড়ের বুক চিঁড়ে বহে ঝর্ণাধারা –
বহিয়া চলে হিমশীতল বরফের ফোয়ারা।

পুরুষেরা কখনো কাঁদে না
আর যখন কাঁদে মৃত্তিকা বিদীর্ণ হয় —
আগ্নেয়গিরির লাভা উদগীরণ হয়,ঢেকুর তোলে
নীলাকরের রং বিবর্ণ হ’য়, আত্মপ্রকাশ ঘটে অশুভ আত্মার।

বিলাপে মাতিয়ে তুলে না সারা বাড়ি –
নীরবে – নির্জনে – নিভৃতে ঝরায় দু’ফুটো পানি
বালিশ ভিজে চক্ষুড়ালে, বুকে বাঁধে পাথর
সকলের অবহেলা গায়ে মেখে নেই বানিয়ে আতর।

পুরুষেরা কখনো কাঁদে না
ভূমিষ্ঠ হওয়ার পর তাদের হোমিওপ্যাথিকের –
টিকটিকির ডিম খাইয়ে – তন্ত্রমন্ত্রে মস্তিষ্কে ঢুকিয়ে দেয়
যতো কষ্টই হোক তোমাদের চোখে জল আনা যাবে না।

পুরুষেরা কখনো কাঁদে না
আর যখন কাঁদে পৃথিবীতে টাইফুন সৃষ্টি হয়।

১৬/০৭/২০২২ সৌদি আরব

0

Publication author

0
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার
Comments: 0Publics: 149Registration: 02-04-2022
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে