প্রণাম অক্ষয়
![]()
প্রণাম অক্ষয়
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- প্রেমের ভোরাই (প্রথম খন্ড)
শিষ্টাচার বোধ থাকলেই প্রণাম করতে হয় গুরুজনেরা শেখায়।
প্রণামে গুরুজনেরা শান্তি পায়, প্রসন্ন মুখে আশীর্বাদ দেয়।
কতো কথা কয়, কুশল জানতে চায়, বারে বারে জাগায় অভয়।
সামাজিক প্রেক্ষাপটে সম্বর্ধনা বা সম্মান প্রদর্শনে অনুগত্য খেই হারায়।
প্রতিক্ষণে প্রতিজনকে নমস্কার করা যায় কিন্তু প্রণাম করা যায় না।
প্রনাম একেবারেই অন্তরের অন্তস্থলের অতীব বিশেষ, নমস্কার সার্বিক সংবর্ধনা।
সৌজন্যতার সৌন্দর্যে প্রণাম করে নিজেকে আর করো না ছলনা।
কারো প্রতি গভীর থেকে গভীর শ্রদ্ধাবোধ না জন্মালে প্রণাম করতে যেয়োনা।
প্রণাম এক আবেগঘন পবিত্র মুহূর্ত, পবিত্র বন্ধনে পরিপূর্ণ সম্মান।
অন্তরের আবেগে অন্তরে অন্তর কাঁদে, তখনই আবির্ভাব হয় মান।
মান সম্মান রাখতে প্রণাম, প্রণাম নয় শুধু সম্মানসূচক অভিবাদন।
গুরুজন, সম্মানীয় ব্যক্তি, দেব-দেবী, বয়োজ্যেষ্ঠ বা সাফল্যিকে জানাই প্রণাম।
প্রণাম দিয়ে প্রণাম নিয়ে রাখতে পারি যেনো সবার মান, অক্ষয় হোক প্রণাম।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)