প্রতিশ্রুতি
28 total views
প্রতিশ্রুতি
ইবনে নজরুল
হাতের তালুতে হাত চেপে ধরে
শির নিচু করে আবেগ ভরে
বলেছিলে তুমি অতি নিচুস্বরে
এই যে ধরেছি তোমার হাত
ছেড়ে যাবেনা থাকতে আয়ু
সমগ্র ধরা নিপাত যাক।
আজ সে তোমার প্রতিশ্রুতি
কোন সে কূপে তার নিয়তি
অপরের সাথে বেঁধেছো বসতি
সুখে থাকো করি প্রার্থনা
ডুবে আছি আমি আমার আমিতে
সয়ে যাই শত যন্ত্রণা।
Subscribe
Login
0 Comments