প্রতীক্ষিত সুখ
![]()
রৌদ্রতেজের পথরোধ;
তরঙ্গের যাত্রাপথে বিঘ্ন;
ধমকা হাওয়ার গতিরোধ;
পলক দৃষ্টিতে পর্বতের সীমানা অতিক্রম;
সমুদ্রের স্বাধীন কোলাহল সম্ভোগে প্রতিবন্ধকতা;
যত্রতত্র তারাদের সারিবদ্ধ সাজানো অলীক কল্পনীয়।
জন্মসূত্রে প্রাপ্ত চালচলন শুদ্ধিকরণ বৃথা,
অনর্থক, নিরর্থক, নিষ্ফল।
নয়তো,
চেতনাশূন্য বুলি প্রয়োগের অর্থ কি?
বিষক্রিয়ায় মারাত্মকভাবে আক্রান্ত করবার নিমিত্ত?
সংক্রমিতের অপচেষ্টায় ক্রোধান্বিত হইবার হেতু?
ওহে আক্রমণকারী,
বিচ্ছেদ অন্তর্গত জীবন।
বিচ্ছেদ কাটিয়ে উজ্জীবিত জীবন।
ওহে আক্রমণকারী,
মৃদু আলোয় সিগারেটের ধোঁয়ামাখা নিশিতে লিখবো,
প্রতীক্ষিত সুখের গল্প।
—
দৈনিক ওশান/জুন ২৯, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)