প্রথম দেখাই শেষ দেখা
প্রথম যখন আমার এ নয়ন দেখেছে তোমাকে,
মনের ভেতর কল্পনাতে’ই প্রেম জমতে থাকে।
জমানো প্রেমের অনুভূতিগুলো,
রেখেছি অনেক সযত্নে,
আবার যদি তোমায় দেখতে পাই,
খুব কাছে থেকে এ নয়নে.!
পাশে এসে কাছে বসে,
প্রকাশ্য করিবো যা আছে মনে।
এক নিমিষেই আড়াল হলে,
খুঁজে না পাই তোমাকে.!
নিরুপদ্রবের কল্পনামন,
তোমাতে’ই পরে থাকে।
সময় কাটে ভীষণ একা,
মন খারাপের ভ্যাবাচেকা।
ইসস,
যদি পেতাম তোমার দেখা –
হা হা,
আমিও যে এক নিশ্চুপ বোকা.!
পাবো না জেনেও আমি,
আশান্বিত হয়ে আছি,
জেনেশুনে তবুও আমি,
এই অনুভূতি নিয়ে’ই বাঁচি.!
ভাবতে থাকি দু-চোখ মেলে,
তুমি যেন আমার কাছে এলে।
হঠাৎ যখন বুঝতে পারি.!
ডুবে আছি তোমার কল্পনাতে,
একা থাকার একা আমি,
কেউ যে মোর নেই সাথে।
আশাহত এই মন হঠাৎ জানান দিলো আমায়,
তোমায় নিয়ে সব কল্পনা মোর আবেগে হারিয়ে যায়.!
সময় অনেক পেরিয়ে গেছে,
তোমাকে আর দেখা হলো না.!
স্রোতধারাও যে গতিবেগে আছে,
তুমি শুধু আর এলে না.!
দিন যায় রাত যায়,
বছর ঘুরিয়ে এলো প্রায়,
তোমাকে আর দেখা হলো না প্রিয়।
জানি না,
আর দেখা হবে কি না,
দূর থেকে মোর ভালোবাসা নিও।