প্রথম প্রেম কবি রহমত উল্লাহ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রথম দেখায় হৃদয় হলো চুরি,
‎তোমার হাসিতে হারালো মন জুড়ি।
‎অচেনা সে মানুষ এখন আপন,
‎তোমায় পেয়ে জীবন পেলো গতি নতুন।

‎চোখের ভাষায় যত কথা ছিল,
‎হৃদয়ের মাঝে প্রেমের রঙ মিশিল।
‎তুমি আছো, আমার জীবন সাথি,
‎প্রেমের গল্প চলুক দিন রাতি।

‎তোমার স্পর্শে মন হলো সজাগ,
‎তুমি ছাড়া জীবন হলো বিরাগ।
‎আমার প্রেম শুধু তোমার জন্য,
‎সুখের পাখি হবে তুমি সর্বক্ষণ।

0

Publication author

0
রহমত উল্লাহ একজন লেখক ও সাংবাদিক। তাঁর বাবা একজন কবি ও লেখক ছিলেন এবং পত্রিকা প্রকাশ করতেন, যা থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করতে তিনি ভালোবাসেন।
Comments: 0Publics: 10Registration: 04-09-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।