প্রদীপের শিখা
148 total views
প্রদীপের শিখা হয়ে
এলাম আমি তোমার ঘরে
দিলাম আলো প্রতিরাতে
ছিলে যখন অন্ধকারে।
দিন দুপুরে মনের ঘরে
বাঁধলে বাসা নতুন করে
স্বপ্নগুলো রঙিন হলো
দিলে আশা প্রতিক্ষণে।।
বারান্দার খোলা বাতাসে
ভরলো ভুবন ধীরে ধীরে
প্রদীপের শিখা হয়ে
দিলাম আলো মিটমিটিয়ে।
গভীর রাতে বনের পথে
নিলে আমার সঙ্গে করে
দিলাম আলো সঙ্গী হয়ে
বালির নীচে মুক্তার খোঁজে।।
০৫/০৫/২০২০
Subscribe
Login
0 Comments