প্রাণের বদলে প্রাণ চাও

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মম হৃদয় টুকরো টুকরো হ’য়ে যাচ্ছে
তাকাতে পারছিনা মুখপানে।
ক্লাস নিতেন সমস্ত স্কুল ঘুরে-ঘুরে
ভাগ্যের নির্মম পরিহাসে আজ হুইলচেয়ারে।

আমি মানতে পারছিনা এ নির্মম পরিহাস
যদি সুস্থ হয় আমি হাজার রাত্রি করবো উপবাস।
কলিজা চিঁড়ে বিছিয়ে দেবো পদতলে —
যদি সুস্থ হয় তার বদৌলতে।

আমি তাকাতে পারছিনা নিষ্পাপ দুটি চোখের দিকে
বাঁচার আকুতি মম হৃদয়কে ক্ষতবিক্ষত করছে।
মুখভর্তি সুন্নতি দাড়িগুলো বলছে প্রার্থনা করো
আরশ পানে দু’হাত তুলে আরজ করো।

কোন তাড়া নেই,শান্ত ছেলেটির মতো বসে আছেন
মুখভর্তি হাসির ঝলকে যেন বাঁচার আকুতি।
মুখখানা যেন সদ্য ফোটা গোলাপ –
চেহারায় নেই মালিন্যতা-বিষাদের ছাপ।

চশমার বাক্সটা পকেটে — হাত দু’খানা নিথর
ইচ্ছে হলেও নিজ পায়ে ভর দিয়ে যেতে পারছেনা প্রিয় বিদ্যালয়ের শেষ প্রান্তে
চক ডাস্টার হাতে নিয়ে বুঝাতে পারছেনা নিউটনের তৃতীয় সুত্র
লওহে মাহফুজের মালিক তুমি গ্রহণ করো সুস্থতার এ পত্র।

তুমি যদি প্রাণের বদলে প্রাণ চাও —
আমার মতো এই অপদার্থের প্রাণ নিয়ে নাও
আমার শিক্ষাগুরুকে সুস্থতার অমিয় বাণী শুনিয়ে যাও
তার পা দু’খানা আমার লোহিত রক্তে ধুয়েমুছে দাও।

২৬/০৭/২০২১ সৌদি আরব

0

Publication author

0
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার
Comments: 0Publics: 149Registration: 02-04-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে