প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অনন্ত নক্ষত্র আর নীলিমার নীল ছিলে তুমি,
প্রিয়তমা, যে চোখে দেখেছি তোমায়;
সেই চোখে আজ বেদনার অশ্রুবিন্দু,
সজল নয়নে তোমারই জন্য বিরহ কাতর।

সদ্য ফোটা পদ্ম আর তুলিতে আঁকা ছবি ছিলে তুমি,
প্রিয়তমা, যে হাতে দিলে তোমার লেখনী;
সেই হাতে আজ জ্বলন্ত নেশার আগুন,
দাউ দাউ করে জ্বলছে মুক্ত সমীরণে।

কালো দুটি চোখ আর মিষ্টি অধর ছিলো তোমার,
প্রিয়তমা, যে অধরে চুমু এঁকেছি তোমার;
সেই অধরে আজ নিষিদ্ধ নেশার ছোঁয়ায়,
বিচরণ করি অচেনা এক অন্ধ গলির সিঁড়িতে।

লজ্জা রাঙ্গা আর পূর্ণিমা শশী ছিলে তুমি,
প্রিয়তমা, যে চাঁদ সাক্ষী ছিলো প্রণয়ের;
সেই চাঁদ আজ ফাঁকি দিয়ে চলে গেছে,
একরাশ বিক্ষিপ্ত কালো মেঘের আড়ালে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে