ফিরায়ে দাও অরণ্য
16 total views
ফিরায়ে দাও অরণ্য
হাকিকুর রহমান
প্রস্তর খচিত প্রাসাদের খেলাঘরে আর
রহিব না হয়ে অবরুদ্ধ,
ফিরিয়া যাইবো সেই গ্রামের পর্ণ-কুটিরে
যেথা স্নিগ্ধ বায়ু বহে বিশুদ্ধ।
রঙ্গালয়ের রঙিন আলোতে, মাঝে মাঝে
নিজেরে চিনিতে পারিনাকো আর
হে ধরণী, দ্বিধা হও, দাও খুলে
মোর হৃদয়ের শৃঙ্খলিত দ্বার।
ফিরায়ে দাও মোরে, সেই অরণ্য
যেথা পড়ে আছে মোর শিশুতোষ দিনগুলি,
চিৎকার করিয়া কহিতে চাই, আমিই চিরসুখী
ঐখানে রহিয়াছে মোর পদধুলি।
প্রয়োজন নাই মোর সিংহদুয়ার
প্রয়োজন নাই মোর এই অনর্থক খ্যাতি,
আমি শিশির সিক্ত ঘাসের উপর
শয়ন করিয়া, চাহিব সুনীল গগনের পানে,
আর গাহিব, প্রাণের আনন্দে দিবা-রাতি।
Subscribe
Login
0 Comments