ফিরিয়ে দাও
226 total views
এই জন্মভূমি আমি চাইনা, চাইনা এই ভূখণ্ড
ধর্ষিতার রক্তে রঞ্জিত মানচিত্র আমি চাইনা
চাইনা ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে মজলুমের খুনের রক্তে রঞ্জিত পতাকা।
ফিরিয়ে দাও আমায় শহীদের রক্তে রঞ্জিত সেই জন্মভূমি, ভূখণ্ড, মানচিত্র এবং পতাকা —
ফিরিয়ে দাও — ফিরিয়ে দাও — ফিরিয়ে দাও আমায়।
২৬/০৬/২০২২ সৌদি আরব
Subscribe
Login
0 Comments