ক্ষণিকে অনন্ত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অদৃশ্য পাখির কন্ঠে অনবদ্য সুরে অনুরণিত ব্যথা
ঘোরের মধ্যে আমি তারাদের সঙ্গে বলি কত কথা!
এ মুহূর্তে চাঁদ মায়াবী তার প্রেক্ষাপট ছিল দগ্ধ পল
তারাদের অন্তর থেকে খসে পড়ে কয় ফোঁটা জল
সমস্ত আকাশ কোনো অপূর্ব স্তব লিখছে মনে হয়
পায়ের কাছে আনত দাঁড়িয়ে জগতের সবটা সময়
মরপৃথিবীর আমি ভালোবেসে পুড়ে যাওয়া কবি
নভোমণ্ডলে আলোর নিপুণতা দেখি, অনবদ্য সবই
হয়তো কালই এই অস্তিত্বে থাকব না, ফুরিয়ে যাব
সৃষ্টির চক্রে কোথাও ফের নশ্বর জন্ম কোনো পাব
প্রতিটি সাফল্য এগিয়ে গেছে আমাকে ফেলে রেখে
তবু আমার কাছে কিছু বড় নয় এই পলটির থেকে
সবাইকে অগ্রগতির জন্য অভিনন্দন দিই আন্তরিক
আমাকে যা যা দেবার অনন্ত সমস্ত দিয়েছে ক্ষণিক
আমার সফলতা বলতে দৃষ্টিতে জগতের আলোরূপ
এক পলে অনন্তের সমগ্রতা ভরা, মুগ্ধ মুহূর্তটি চুপ।

0

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে