ফিরে পেতে চাই – সুয়েল হক
24 total views
ফিরে যেতে চাই আমি
সেই মোহনায়
যে স্মৃতির বাঁধন আমায় আজও কাদায়
ফিরে যেতে চাই আমি
সেই আঙ্গিনায়
যার ভালোবাসা আমায় আজও ভাবায়।
হটাৎ করেই ছেড়ে গেলে,ভুলে গেলে সব
বুঝিনি তখনও
জানি, তোমায় আর পাবোনা
আমার করে কখনও।
তবু ফিরে চাই তোমাকে।
তোমার কথা ভাবি আমি
বেলা অবেলা, সারাবেলা
বড় ইচ্ছে হয় ফিরে যেতে
সত্যি বড় ইচ্ছে হয় ফিরে যেতে
তোমার কাছে,
তুমি আমার ছোটবেলা।
Subscribe
Login
0 Comments