বর্ষাকাল
হঠাৎ করেই মেঘ জমে থাকে
চারদিকে শুধু কালো রঙ আঁকে
বৃষ্টিরা এলো এই,
ছুটে চলে গরু- ছুটেছে কৃষক
ধরে বাড়িপথ আঁকে ঝকঝক
বৃষ্টিরা আর নেই।
এসেছে বর্ষা নেমেছে বাদল
নালা ডোবা ডুবে ভরপুর জল
আকাশের চোখে রাগ,
মাঠেঘাট পথে স্যাঁতস্যাঁতে কাঁদা
চলার ফিরতে দিয়ে যায় বাধা
গুরুম গুরুম শুনি তার ডাক।
শেওলারা ভাসে মাথাডোবা ঘাসে
আকাশের গায়ে মেঘ শুধু হাসে,
কদম ফুটেছে গাছে,
শাপলার বিলে থৈ থৈ পানি
বালক বালিকা তুলে টানাটানি
এই বাদলের মাসে।।
Subscribe
Login
0 Comments
Oldest