বলতে পারো, আর কত দিন?
358 total views
তুমি কি ভুলে গেলে আমাকে, একদম! বৈশাখের গরম হাওয়ার ঝাপটা সহ্য করে,কুড়ানো আম তুলে দিতাম যখন তোমার হাতে, একবারও কি আমি ভেবেছিলাম, তুমি আর চাইবে না কোনদিন!
জানি তুমি আর বৈশাখ ভালোবাসো না, এক্কেবারে। কিন্তু আমি কি ভুলতে পেরেছি, বৈশাখের জ্বালা! এখনও আমি দাঁড়িয়ে আছি, গ্রীষ্মে দগ্ধ হওয়া আমবাগানে, বলতে পারো আর কতদিন?
Subscribe
Login
0 Comments