বসন্তের উপহার তুমি
বসন্তের উপহার তুমি
এম এস আল-আমিন ইসলাম
তোমার চোখে শুধুই বসন্ত
কিন্তু আমি দেখি পূর্ণতা!
এমন-ই এক শেষ বসন্তে তুমি
এসেছিলে আমার জীবনে।
প্রকৃতি যখন সাঁজছিল বসন্ত বিদায়ের উৎসবে।
আমার কাছে বসন্ত মানে ছিলো,
হলদে, বাসন্তী লাল আর কমলা রঙের ফুল।
গাছের ঢালে কোকিল কন্ঠে মন মাতানো সুর।
তবে ভেঙ্গে গেলো ভুল, সে-ই যে বিদায় বেলা
বসন্ত আমায় উপহার দিয়ে গেলো; তুমি নামের পূর্ণতা।
বসন্ত আসে শিমুল ফোটে, পলাশে ছড়ায় রং,
কোকিলের সুরে দোলে কৃষ্ণচূড়া, স্বর্ণচাঁপা ছড়ায় ঘ্রাণ।
প্রিয়তমা সাতরঙা, তুমি মোর রংধনু;
তোমাতে খুঁজে পাই হাজার ফুলের ঘ্রাণ।
Subscribe
Login
0 Comments
Oldest