বসন্তের শেষে
362 total views
কুঞ্জে কুঞ্জে এসেছে বসন্ত ভোর
পুঞ্জে পুঞ্জে ফুটে রাঙা ফুল
কাননে কাননে ঘুরে অলি
পুষ্পে পুষ্পে গুঞ্জরিয়া নেয় লুটে মধুকুঁড়ি।
কুলকুল কল-শব্দে বহে গঙ্গা
কুহু কুহু গায় গান কোকিল শ্যামা
জ্বলজ্বল করছে পূব আকাশের তারা
রন্ধ্রে রন্ধ্রে ভ্রমররা দেয় হানা।
ক্ষণে ক্ষণে উড়ে মন প্রজাপতির রঙে
ছন্দে ছন্দে হয় মাতোয়ারা কল্পতরুর দেশে
রং-ঢংয়ে যুগল যায় হারিয়ে হাবুডুবু জলে
অংক কষে মন হয় ক্লান্ত বসন্তের শেষে।
Subscribe
Login
0 Comments