বসন্ত
92 total views
রিক্ত হীন এই হৃদয় মাঝে
বসন্ত যে দ্বারে,
প্রকৃতির এক শোভা খুজি
রোদ বৃষ্টির মাঝে।
ককিল দেখো গান ধরেছে
অজস্র পাখির ভিড়ে,
নীড় ছাড়া ওই পাখি গুলো
ফিরছে আপন নিড়ে।
বৌরি এলো আমার দেশে
বসন্তরি টানে,
মিষ্টি ভরা কন্ঠ বিলাই
বসন্তেরী গানে।
সূর্যি মামা অক্লান্ত নিয়ে
ভাষে দিনের বুকে,
কৃষক দেখো আছে বসে
যেথায় পল্লব নুয়ে।
চাঁপা ফুলের গন্ধ মেখে
মুগ্ধ যখন এ ধরনী,
মৌমাছিরা দল বেধেছে
এইতো এলো ঋতুর রানী।
ইচ্ছেরা আজ ভর করেছে
মনের আবেগ দিয়ে,
বৃষ্টি রোদের নীল আকাশটা
দেখবো আজি ছুয়ে।
Subscribe
Login
0 Comments