বালুর খেলাঘর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 230 total views

বালুর খেলাঘর//

কল্পতরু//

মনে পড়ে তোমার -সেই বালুর খেলাঘর?

বালুর পরিসরে- সুন্দর বালুঘর,বালুর প্রাচীর,

প্রাচীরের একপ্রান্তে কূপ, অন্য় প্রান্তে পুকুর;

দূর্বাঘাস পুঁতে বাগান,

আঙিনায় আলপনা-আরো কত কি !

মনে পড়ে তো তোমার?

আহা, কত সযত্নেই না বানাতাম ,

কত আনন্দেই না সেটি বারবার দেখতাম,

কত আনন্দই না অনুভব করতাম !

মনে পড়ে তো তোমার ?

আবার খেলা সমপনে

“হাতের সুখে গড়লাম

হাতের সুখে ভাঙলাম”

এই বলে সেই সুন্দর বালুঘর

ভেঙ্গে চলে যেতাম- সেই খেলাঘর !

গড়ার আনন্দ, ভাঙার আনন্দ

আনন্দের কোন ভেদ ছিল কি?

কিন্তু কেন, ভাব একবার

মনে পড়ে তো তোমার ?

আজ বিশ্বসংসার ভাঙা-গড়ার খেলায়

আমরা প্রশ্ন করি-প্রভু কি নিষ্ঠূর ?

উনি তো সম-আনন্দ অনুভবে অভিভূত,

উনার এ তো- বালুর খেলাঘর !!

Date: 28th April,  2021

Place: A1-KDAR

 

 

0

Publication author

offline 2 years

Kalpataru

0
Reader, Learner and Writer
Comments: 0Publics: 2Registration: 01-05-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)