Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বিচিত্র এক অন্ধকার

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চারিদিকে ঢেকে দিচ্ছে বিচিত্র এক অন্ধকার
মরণ ঘণ্টা বাজিয়ে মানবতার
আজকাল কে শোনে বলো কার হাহাকার
সর্বত্রই দেখি নষ্টদের জয়জয়কার
একই বৃক্ষের দুটো ফল করে দরবার
মরিচের ওঠে ঝালের বিকার।
দিনে দিনে উল্টে যাচ্ছে উপমা-তত্ত্বকথার
ভিজে ঝাপসা আদর্শলিপির পৃষ্ঠার
আজকাল কে-কাকে দেয় সঠিক অধিকার
সবকিছুতেই দাগ লাগে স্বার্থপরতার
এমন কী সংসার এমন কী ভালোবাসার
মেকি সবই লোক দেখাবার।
তোমরা কী দেখো না খেলা ধূসরিমার
ঢেকে দিচ্ছে পৃথিবীর সংসার
আজকাল চোখ থেকেও অন্ধ নিরীহ জনতার
কে নেয় কার দায়ভার
বিষবৃক্ষ বেড়ে তাই ছোবল মারে হিংস্রতার
মানুষখেকো হয়ে করে পারাবার।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।