বিদ্রোহী শব্দের জালে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বড্ড অগোছালো, এলোমেলো সময়গুলি আজকাল যেন
রীতিমত আমার বিপরীতে দাঁড়িয়ে গেছে;
কোনভাবেই ভাবনার সাথে তারা সিংক্রোনাইজড হয় না,
আর তাইতো শত চেষ্টাতেও শব্দগুলো আর
সুগন্ধি কবিতা হয়ে ওঠে না;

একটা ‘নিছক’ কথামালা রূপে থেকে যায়…..

তারা কেবলই বন্চিত করে দুচোখের তারাকে
একটি ষোলকলায় পূর্ণ চিত্র থেকে;
তারা মগজের নাগরদোলায় আর রিদম তোলে না।

শব্দগুলো কেমন যেন নিজের থেকে বিকৃত হয়ে যায়
কবির রাডারের বাইরে যেয়ে….

হায়! জীবন, হায়! জীবনের কবিতা,
হায়! কবিতার শব্দ-আত্মা…….

দিশেহারা সময়ের চাবুকে আর মাতাল পাখিদের চোরা-চাহনিতে
জীবন যেন আজ বেতাল-বেহাল!
কবি আজ তাই শব্দের ঘাতক…..

জীবনের কবিতা তাই যেন বে-আবরু হয়ে গেছে একেবারে
চে’ এর আত্মাধারী বিদ্রোহী শব্দের জালে….

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 124Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।