বুকের ভিতর পায়রা পোষা
হারিয়ে গেছে বুকের ভিতর, পায়রা পোষা,
বহাল তবিয়তে, তাদের আলোয় ওড়া।
এখন খালি, শূণ্য বাসায় চোখের চাওয়া,
আবার কখন, হঠাৎ করে আসবে তারা।
বসবে তারা, আগের মতন, যেমন করে,
হল্লা করে, ডানার শব্দে উড়বে আবার।
আকাশটাকে ধরতে চেয়ে,এক, এক বারে,
হঠাৎ করে উড়বে ধেয়ে, খুশীর হাওয়ায়।
কখন ওড়ে, কেন ওড়ে, কেউ জানে না?
স্বভাবে জাগে, এমনি করে, প্রাণের নেশা।
বাঁচার সুখে, তাদের শুধু দিন কাটে না,
সবার সাথে, আনন্দটাও নেওয়ার আশা।
আমারও সেই একই ভাবে, সুখের বাঁচা,
অনেকবছর বেঁচে ছিল, মনের ভিতর।
সেটাই আবার আগের মতন, আমার খোঁজা,
হারিয়ে যাওয়া, অনেকদিনের পরশ পাথর।
হারিয়ে গেছে বুকের ভিতর পায়রা পোষা,
বহুদিনের, ভালোবাসার জায়গা ফাঁকা।
এইবেলা তা নতুন করে, ইচ্ছে হওয়া,
বাঁধবে বাসা, বুকের ভিতর পায়রা পোষা।