ব্যর্থতা-২৭
40 total views
ব্যর্থতা-২৭
– অভিজিৎ হালদার
আমাদের রয়ে গেছে বহু কিছু
যা পাওয়ার নয়
বরঞ্চ মেঘ ঘনিয়ে আকাশ অন্ধকার
সীমানা পেরিয়ে আসলাম আর এক সীমানা।
বাদল দিনের গান শুনে
মনের কথা কেউ জানলো না!
হৃদয়ের ভাষাতে
চোখ জাগলো ভালোবাসাতে।
মাটির পুতুল হাঁটে বেঁচে
আকাশের রঙ নীলাভ
তুমি রবে নীরবে নিভৃতে জীবনে
আমার স্বপ্নের মনময়ূরী হয়ে।
Subscribe
Login
0 Comments