ব্যর্থতা-২৮
ব্যর্থতা-২৮
– অভিজিৎ হালদার
এই শহর আলাদাভাবে বেড়ে উঠছে
ঘাতকের আঘাত সহ্য করে
আমি নিষ্ঠুর অবচেতন মানুষ
ব্যথা বৃত্ত ভরাট করা বুক খুবই গহীন।
লোকেরা খোঁজে না সুন্দর কিছু
খোঁজে শুধু অবমাননার চোখের চেতনা
আমি শূন্য পথের যাযাবর হয়ে
মানচিত্রের শিরদাঁড়া প্রস্তুত করি
হৃদয়ের আড়ালে কিংবা গোলাপি রঙের শহরে।
হারিয়ে ছিলাম হারাবার মতো
ঢের বেশি প্রিয় হয়েছিল জীবন যাপন
এখন প্রত্যেকের বাড়ি জুড়ে কাঠের কাজ
নতুন নতুন আসবাবপত্রের তৈরির কোপ যেন
চোখের মধ্যবিন্দুকে স্পর্শ করে নেমে এলো আমারি শিরদাঁড়া বেয়ে।
তারপর এক নতুন সমাজ মাথাচাড়া দিয়ে ওঠার মতো
থার্মোমিটার যার পরিমাণ ১০৪ডিগ্রী ছুঁই ছুঁই