ব্যর্থতা-৩১
34 total views
ব্যর্থতা-৩১
– অভিজিৎ হালদার
অজস্র জন্ম ধরে, ধরে রাখতে পারিনি
পুরানো চিঠির হলুদ খামে
নীল বেদনার মদের গেলাস
হাতে তুলতে শিখিনি বসন্তের প্রহরে
পৃথিবীর বিনিদ্র রজনী পার করে এসেছি
হৃদয়ের মাপকাঠিতে
মনের কোণ কিংবা গাছের পরিনামে
জীর্ণ সভ্যতার উত্তর -দক্ষিণ মেরুর ভাঁজে।
ইঞ্চি ইঞ্চি স্ট্রিটলাইটের ইতিবৃত্ত
মেঘের মেয়ে ভালোবাসার চরিএ
বিছানায় প্রহরের বিদীর্ণ নেশা
রঙ ছড়ালো পুরুষের বুকে।
Subscribe
Login
0 Comments