ভাবনার দ্বার
218 total views
ভাবনার দ্বার
হাকিকুর রহমান
পুলক লাগিয়া, নিশীথ জাগিয়া
কাটে কাল অভিসারে
জ্যোৎস্নাস্নাত তিথি, আলোকিত বীথি
হৃদয় খুঁজে বা কাহারে।
উদাসীয়া চাহি, বিরহেতে গাহি
সেই চির চেনা সুরে
দখিনার বায়, সেকি সাড়া দেয়
বাঁশি বাজে কোন দূরে।
রজনীটা আজি, মায়াবীনি সাজি
খুলে দেয় বাহু ডোর
ভরে তনুমন, সেই শিহরণ
পশিল পরাণে মোর।
ভাবনার দ্বারে, খুঁজে ফিরি কারে
চাহি অপলক চোখে
আশা দিয়ে মনে, এই মধু ক্ষণে
ডেকে নেয় অন্য লোকে।
Subscribe
Login
0 Comments