যদি আবার আসি সবুজের মায়ায়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একদিন
যাবো চলে
নবান্নের ধান উঠবে
নীল আকাশে পাখি উড়বে,
টলমলে দীঘির জলে শাপলা ফুটবে;
তবুও যাবো চলে পৃথিবীর বাঁধন ছিঁড়ে।

যদি
আবার আসি
কুঁড়েঘরে রাখাল হয়ে
কৃষকের ধান উঠাবো মরাইয়ে,
পাখিদের গান শুনাবো বাঁশরির সুরে;
ডিঙায় চড়ে শাপলা কুড়াবো দীঘির জলে।

একদিন
যাবো চলে
ফসলে গোলা ভরবে
পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না ছড়াবে,
দিগন্ত জুড়ে বিজয়ের কেতন উড়বে;
তবুও যাব চলে চিরসবুজ বাংলা ছেড়ে।

যদি
আবার আসি
কৃষাণির কৃষক হয়ে
ফসল ফলাবো মনের সুখে,
নবান্নের উৎসব করবো জ্যোৎস্না রাতে;
জননী জন্মভূমির কেতন উড়াবো নব উল্লাসে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে