ভালোবাসা নিয়ে কখনও খেলা কোরো না
![]()
ভালোবাসা নিয়ে কখনও খেলা কোরো না,
ভালোবাসা সবসময় পবিত্র।
ফুলও ‘ভালোবাসা’র মতো সবসময় পবিত্র।
ফুল নিয়ে খেলা করলে কী হয়?
ফুল ছিঁড়ে যায়।
তখন কি আর দেখতে ভালো লাগে ফুলকে?
ঠিক তেমনই ভালোবাসা নিয়ে খেলা করলে
ভালোবাসা আঘাত পায়
তখন ভালোবাসার মৃত্যু হয়।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৫/২০২৫
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)