ভালো তো লাগতেই পারে !
ভালো তো লাগতেই পারে, যদি হঠাৎই, হলুদ রাইয়ের ফুল,
গঙ্গাফড়িঙের পায়ে পায়,
এক আকাশ পার হয়ে, আনমনা বেভুল
কোনো রাইকিশোরীর নাকে আশ্চর্য বেসর হয়ে যায়,
ভালো তো লাগতেই পারে, যদি অবেলায় !
ছন্দে ফিরলেই বা কার কি বলার,
যদি মেঘলা দিনের অবেলায়, গুরুভার
মেঘ ফাঁক করে অসতর্ক নীলাম্বরী অপরূপা নারীর মতো
এক চিলতে রোদ এসে, আদর জড়ানো কবিতায়
ফিসফিস করে
সযত্নে গোপন রাখা কথাটি বলে যায় ?
কার কি বলার, কার কি বলার !
Subscribe
Login
1 Comment
Oldest