Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ভালো হতো যদি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভালো হতো যদি,
আমার কোলের উপর দুধের মতো সাদা তোমার দুই পা রেখে-
সেই দুই পায়ে মন ভরে আলতা পরাতে পারতাম।
তুমি শুধু আমাকে দেখতে
নিজের মনে কত কথা ভাবতে।
তারপরে, একজোড়া সোনার নূপুর জামার পকেট থেকে বার করে জায়গা করে দিতাম তাদের সেখানে, যেখানে থাকার কথা-
তখন সেই দুই পায়ের সৌন্দর্য বিশ্বের সপ্তম আশ্চর্যকেও হার মানাতো।

ভালো হতো যদি,
মুষলধারায় বৃষ্টিতে তুমি আমি পরস্পরকে জড়িয়ে ধরে ভিজতাম খোলা আকাশের নিচে।
ঈশ্বরের বাসভূমিতে চলতো মেঘের সাথে বিদ্যুতের লীলাখেলা,
মর্তে তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁট মাততো অবর্ণনীয় উল্লাসে।

ভালো হতো যদি,
একসাথে পাশাপাশি বসে
বাসে বা ট্রেনে চেপে অনেক দূরে কোথাও যেতে পারতাম,
কত দিন লাগবে পৌঁছাতে এসবের হিসাব করতাম না।
রাত হলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তে-
আর আমি সারা রাত জেগে তোমার মাথায় হাত বুলিয়ে দিতাম।

এমন আরও কত কী আছে!
সব কি লেখা যায়?
ওসব এখনও পূরণ হয়নি বলেই তো
আজও ঘর বাঁধার স্বপ্ন না দেখে আশার জাল বুনি।
এই জালে আমার মন তোমার সাথে ঠিক বাতাসের মতো মিশে থাকে।
হয়তো তোমার সঙ্গ কোনোদিন পাবো না,
কিন্তু এভাবে থাকার সুখ
বাস্তবে একসাথে জীবন কাটানোর থেকেও ভালো,
বাস্তবে মুখোমুখী বসে চোখ চাওয়া চাওয়ির থেকেও ভালো,
বাস্তবে ‘আমার তুমি’ ‘তোমার আমি’ বলার থেকেও ভালো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/০৯/২০২৩, বারুইপুর, দুপুর ৩টে

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 168Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।