ভাসবাসতে বলেই – অসীম চক্রবর্ত্তী
লোকঠাসা ভিড়ে সেদিন যখন উঠিলে বাসেতে চড়ে
দাড়ালে কপাল মুছিতে মুছিতে পাশেতে আমার ধারে
দেখে পাশ কেটে মুখটি সরিয়ে পিছন সারিতে গেলে
বসতে পেয়েও না বসে সিটে পিছন ফিরে হেলে
মোবাইল ফোনে খোজাখুজি কতো কতোনা জরুরী ভারি,
ভাবখানা যেন সবই অচেনা মুখখানা করে হাড়ি
ওড়না জরিয়ে আড় করে মুখ দেখলে আমারে আড়ে
বড় বিচলিত চালচলনে লাগলো ভীষণ তোমারে
আগে স্টপেজে থামালে বাস তড়িঘড়ি গেলে নেমে
আমার হৃদয় আবার জেগে মাতিল তোমার প্রেমে।
ভালবাসো বলে আমায় দেখে মুখ পাশ করে তুমি ফিরলে
ভালবাসো বলে আমায় দেখে মুখ ভান করে থাকলে
ভালবাসো বলে ওড়না জড়িয়ে দেখলে আমারে আড়ে
ভালবাসো বলে নামলে আগেই মনের তোলপা়ড়ে
তব অভিমান কাঁদিয়েছে মোরে ভাসিয়েছে অশ্রজলে
মনে রেখো তুমি তোমারে রেখেছি আমারই হৃদয়তলে।
বছর পুরোনো বসন্তে, আবিরে অগোচরে চুপেচুপে
তুমি পরিহিত শাড়ী বাসন্তী স্নিগ্ধ বর্ণালী রুপে
প্রথম প্রেমে মত্ত হৃদয় মুগ্ধ তোমারই রুপে
ওই সেই দিন দিয়েছি মন তোমারই হৃদয়ে সপে
তুমিতো আমারে ভুলেই গেছো আমি তো ভুলি নাই
ক্ষমা করে মোরে তব অন্তরে যদি দাও ফের ঠাই।
ভালবাসো বলে মন সাগরে আবার ডুবিয়ে নাও
ভালবাসো বলে গোপন হৃদয়ে আবার জায়গা দাও
ভালবাসো বলে মাফ করে মোরে, তোমার কাছেতে নাও
ভালবাসো বলে হৃদয় আমারে আবার সপে দাও।।