ভাড়াটিয়া
আমায় দেখো যতখানি
ততখানিই আমার অধিকার,
আপন ঠিকানা। নেই কোনও ঘর;
আমি ভাড়াটিয়া এই পৃথিবীর।
চাইনি আসল, শুধু সুদের আশায়
অমূল্য সব মূল্যে নীরবে থাকা
এই বাসায়। যদি কেউ কড়া নেড়ে যায়
নিশ্চুপে, অনাড়ম্বর…
পেড়িয়ে গণ্ডি ধরা হয়না হাত…
সে চর্চা অনধিকার।
যা কিছু অর্জন
বেঁচে থাকার নিমিত্ত,
অলিখিত চুক্তি মতে
নিমেষে নিমেষে হয় সমর্পণ।
দৃষ্টিতে শূন্যতা ভরে সম্মুখে জীবন
গুনে চলে দিনের বিসর্জন…
প্রতিনিয়ত নির্নিমেষ।
এই গাছের ছায়া আমার নয়।
এই রোদের আলো,
এই চাঁদের মায়া, হাওয়া, জল,
পারিপার্শ্বিক আমার যত চলাচল…
দানপত্রে লেখা দান গ্রহণ আমার
মালিকানাধীনের পরওয়ানা।
থাকে না পৃথিবী পৃথিবীর ঘরে…
ভোগে আর প্রতিপালনে
ইজারাদার আমি এ ধরিত্রীর।
অর্জিত যা কিছু মান, জ্ঞান,
শিক্ষা, পরিধান…
মিটিয়ে দিতে মাথা গোঁজা ছাদের ঋণ
ডাক পেলে অন্য কোনওখান,
গুঁজে দিয়ে প্রশস্ত তার হাতে
অন্যন্তরে হয়ে যাব লীন।
আমি ভাড়াটিয়া এই পৃথিবীর।
আপন ঠিকানা? নেই কোনও ঘর;
ততখানিই আমার অধিকার,
আমায় দেখো যতখানি।