প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আকাশ ভাগ হয়নি বলে
এখনও মানুষ এক ছাদের নীচে।
উথালি পাথালি মেঘ বাদলে রোদ বৃষ্টির একতার গান
মাটির জমিনে মাটি আঁকড়ে মানুষ ছুঁয়ে মানুষের কলতান।
শূন্যের নিবিড়ে পৃথিবীর সুরভিতে নিকিয়ে চৌকাঠ উঠান।
মানচিত্র, দেশের সীমান্ত আঙুল দেখিয়ে বলে দিতে আসে
ফিরে যাও,  নিজের নিজের বসত ঘরে।
ভুলে যাও, কোনদিন তোমার মাথার উপর আকাশ ছিলো।
পাখির ডানা জানেনা ‘ভিনদেশী’ কাদের বলা হয়েছিলো।
স্বাধীনতা শব্দ এলোই বা  কি করে  ?
পাখি নদী বাতাসের  হিন্দোল
শিকলে বেঁধে পেরেছে কি শাসাতে
সীমার সীমান্ত?  খবরদার! ‘যেতে নাহি দেবো ওপার’।
সীমারেখা বেড়া মানুষী কোন্দল
আগলে চৌকি মূর্খতার মুখোশে প্রকৃতির গর্ভে জন্ম যার!

1

Publication author

1
জন্ম ২৬ আগস্ট , পশ্চিমবাংলার মালদা জেলায়। পিতা স্বর্গীয় বীরেন্দ্র কুমার দাস। মাতা স্বর্গীয়া সিন্ধু দাস।
প্রাথমিক শিক্ষা সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। তারপর কলকাতা। পদার্থ বিজ্ঞানের স্নাতক হয়েও সাহিত্যানুরাগী ছিলেন। পরবর্তী সময় অডিট / কমার্শিয়াল লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। যদিও ছেলেবেলার নস্টালজিয়া সব লেখা বয়সের সঙ্গে ধরে রাখতে পারেননি । পেটের দায়ে এবং সংসার সামলাতে কবিতা লেখার থেকে কিছুকাল নিজেকে সরিয়ে রাখলেও আবার ফিরে আসেন স্বমহিমায়।
ইদানীং আবার লেখা শুরু করেছেন নিত্য পুজো আর্চার মতো। দেশ বিদেশের বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশ পেয়েছে। তিনি হিন্দি এবং ইংরেজিতেও লেখালেখি করেন। বর্তমানে মুম্বাইতে বাস করেন।



প্রকাশিত কাব্যগ্রন্থঃ
এখন আমি একা / জরায়ুজ / নিকুচি করেছে কবিতা / কবির শেষ পাতা / তবু ভালো দুঃখ দিও (গীতিকবিতা) / জীর্ণ ব্যথার মুখবন্দী কথা (পকেট বুক) / বিকাশ দাসের নির্বাচিত কবিতা / ঈশ্বর এবার খেটে খা / মৃত্যুর জন্য কবিতা দায়ী।
কুমারী গর্ভকোষ (ই-বুক) / বাছাই বিকাশ (ই-বুক)
Comments: 0Publics: 3Registration: 04-09-2020
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।