ভুল মনে করে ভুলে যেও না
ভুল মনে করে ভুলে যেও না,
আমার চেয়ে জীবন্ত বাস্তব
তোমার স্বপ্ন গুলোও নয়।
আমার অস্তিত্ব তোমার গভীরে
লেগে আছে
তা হোক না কিছু ক্ষণ,
ক্ষণিকের শান্তিতে ‘বনলতা’ অমর
ক্ষণিকের ভ্রান্তিতে
পিষে পড়ে আছে কবি,
তাই মাস দিন হিসাবের বাইরে যা হয়
তাই নিয়ে সংসার
যা কিছু বেঁচে যাবে সব
তোমার নয়তো আমার।
কী জানি!
বিধাতা কী চান?
তোমার অমরত্ব
আমার চাকার বিধান।
আমায় ভুল মনে করে ভুলে যেও না,
আমি মোটেই ভুল ছিলাম না
তুমি অনেক সময় পেয়েছো ভাবার
আমাকে আমার থেকে বেশি জানার।
ভয় তো পেয়েছি আমি
না জানি কী হবে শেষে,
ভিত যবে টলোমলো
দূরত্ব অনেক
কাক দেখি পুচ্ছ নাচায়
ময়ূর পালক গুঁজে।
পরিণতি চাপা থাক
ঝাপসা সে ইতিকথা।
শুধু ভুল ভেবে ভুলে গেলে
আমি জানি-
সেই রাতেদের দেখা মেলে
দিনগুলো অবহেলে তোমার
আঁচলেতে টান দেয়।
ভুল ভেবে ভোলে না
স্মৃতি তার কবিতা।