মনুষ্যসৃষ্ট নাকি মহামারী – অসীম চক্রবর্ত্তী
চরাচরে রাষ্ট্র বৃক্ষ
সীমাবদ্ধ হয়
আবিস্কৃত, ভৌগলিক
ইতিহাস কয়।
রাষ্ট্র বৃক্ষ তবে সকল
মহীরুহ নয়
কিছু কিছু মহীরুহ
দ্রোহে কতিপয়।
কিছু বৃক্ষে অধিক পত্র
কিছু বৃক্ষে বাহার
কিছু বৃক্ষ শক্তিশালি
কিছুতে মেলে আহার।
সকল বৃক্ষ হয় বেষ্টিত
সুরক্ষায় ঘেরা
চতুর্দিকে মোরা থাকে
শক্ত তারের বেড়া।
পতঙ্গ এক কাটছে পাতা
কাটছে গাছের ছাল
বিশ্বজুড়ে মহামারীর
পেতেছে মহাজাল।
মহামারী বলছে আসে
শত বছর পরে
ইতিহাস কভু মহাদ্রুম
ধ্বংসায় কিংবা গড়ে।
আধিপত্যের নেশায় মাতে
করতে নিজের দাস
কতিপয় মহীরুহ
চরাচরের ত্রাস।
তারা চাহে রাষ্ট্র বৃক্ষে
সদাই দাবানলে
ধিকিধিকি জ্বলুক বৃক্ষ
সর্বনাশের আনলে।
Subscribe
Login
0 Comments
Oldest