মন ক্যানভাস
মন ক্যানভাসে চিএ আঁকা
শহরের রাজপথ কে সঙ্গী করে।
তাঁরে আমি দেখিনি
মিছে হয়েছে আকাশের সমস্ত তারা।
প্রেমের মানচিত্র
সংযোগ বিচ্ছিন্ন ভালোবাসার বেতার কেন্দ্রে
রাত্রি নামিয়ে দিলাম কলমে
মহাকাশের স্যাটেলাইট – এ।
ভুলিনি কখনো আমি তাঁরে
শুধু ব্যবধানের হেরফের সংকল্প
কিংবা বিচ্ছিন্ন বিষন্ন রোদ্দুরে
দূর থেকে বহুদূরে চলে যাওয়া।
Subscribe
Login
0 Comments
Oldest