মন খারাপের জলছবি
118 total views , 1 views today
অবাক পৃথিবী, যেন হাবিজাবি জলছবি-
বৈরাগী মেঘ নষ্ট আবেগ, কালগুনি !
বুকের বাতাস, চাপা হাহুতাশ মতলবি-
লুকানো কবিতা মাটিতে ছড়ানো – শয়তানি !
নষ্ট দেওয়ালে, কষ্টে খেয়ালে, গান লেখা –
দেউলিয়া মন, মৌন শ্রাবন, মুখ চোরা,
কার চলে যাওয়া, বিপন্ন হাওয়া, শেষ দেখা
সাপে কাটা ভেলা, ভাসায় বেহুলা, রাতচরা !
আজকে আকাশ মন খারাপের জলছবি,
দলছুট মেঘ নষ্ট আবেগে খাপছাড়া –
শহরে বাতাস আজকে হঠাৎ মুলতুবি
বদ্ধ বাতাসে কয়েকটি শ্বাস ধার করা !
গলায় দড়িতে হয়নি পূরণ সাধ পুরো,
ময়লা দেয়ালে বুড়ো তানপুরো বুক ফাটা,
ভিজে হাওয়া যেন চাপ খাওয়া কোন ভ্যান গ্যগ-
বেহায়া দেয়ালে ছবি আঁকে সব কানকাটা।
মনের নষ্ট ধূসর চিঠির মেঘগুলো,
ভুল ঠিকানায় ছড়ানো নিছক ভুল করে –
ভুলে যাওয়া সব নামের ফলকে খুব ধুলো,
মনের নাগাল দুপায়ে মাড়িয়ে বহুদূরে।
ফিরবি না জানি, সেখানে দারুন উৎসবে
পাতারা না হয় নাচুক মাখুক খুব আলো,
সুখের আশায় শাখা প্রশাখায় ছাত টবে
শেকড় না হয় মাপা জলে মুখ পাল্টালো !
আকাশবাড়িতে, দেউলিয়া ছাতে এক কোণে,
ছেঁড়াখোঁড়া মেঘ আলগোছে ধ’রে বুকটাকে।
কখনও দেখিস চোখ তুলে তোর ফাল্গুনে,
নষ্ট শ্রাবণে ধুয়ে মিশে যাওয়া মুখটাকে।