মন পেয়েছে তার খোঁজ
114 total views
বনফুল, বনফুল,
দুলে, দুলে আর কতকাল,
এমনই ভরাবে আমায়,
আঁখি দুটি জেগে থাকে রোজ।
বেলা যায়, যাক চলে,
আকাশের তলে, তলে,
শেষ হয়ে গেল কি এবার?
বনফুলের ডাক, সাথে, সাথে।
কাছে ডাকা, কাছে ডাকা,
ফুরাবে না আর ‘ছোট আশা’,
এ’বেলায়, ফিরে, ফিরে আসা,
কাজ নেই আর পড়ে থাকা।
আকাশকে, দূর থেকে দেখে,
ভারী যদি মনে হয় খুব,
বনফুল-এ, চোখ রেখে,
ভাবটুকু ছড়ানোয়, মন পেয়েছে, তার খোঁজ।
Subscribe
Login
0 Comments